তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক সঙ্গে ১ হাজার ২০০ সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। আজ বুধবার কোটালীপাড়া উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হলরুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির নিবন্ধিত ও কমউনিটি ১ হাজার ২ ০০ শিশুর জন্মদিন উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার রকিবুল ইসলাম শুভ, কৃ্ষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার,পার্থ সারথী,লিটন কোড়াইয়া, শিশু হাবিবা আক্তার উর্মি, প্রদীপ রায় বক্তব্য রাখেন।

জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্র প্রদীপ রায় বলে, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, এসব দরিদ্র শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে-মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি শিশুদের উদ্দেশে করে বলেন, তোমরা বড় হয়ে দেশ সেবায় নিজেদেরকে নিয়জিত করবে। মানুষদের কল্যানে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ' সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে।

অনুষ্ঠানে আগত ১ হাজার ২০০ শিশুর প্রত্যেককে উন্নত মানের খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে ১টা করে মশারী দেওয়া হয়।

(টিবি/এসপি/মার্চ ২৯, ২০২৩)