আসাদুল হক সবুজ, বরগুনা : বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোজাদার বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে আহত ওই বৃদ্ধা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৯ মার্চ) সেহরি খাওয়ার পরে সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রানি বেগম সাবেক পুলিশ সদস্য মৃত নাজমুল আহসানের স্ত্রী।

ভুক্তভোগী আহত রানি বেগম বলেন, প্রতিপক্ষ খাদিজা বেগমের নেতৃত্বে ৩০/৪০ জন মহিলা সেহরী খাবার পরে আমার ছাপরা ঘরের বেরা ভাঙে আমাকে মারধর করেছে। আমাকে আদালত জমির রায় দিয়েছে, আমার জমি দখল করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

প্রত্যক্ষদর্শী নাজমা বেগম বলেন, আমি আমার মামির সাথে ওই ঘরে ছিলাম। রাতে সেহরি খাবার কিছু পরে প্রতিপক্ষ খাদিজার নেতৃত্বে ৩০/৪০ জন মহিলারা এসে আমার মামির ঘরের বেরা ভেঙে আমার মামিকেসহ আমাকেও মারধর করে। পরে এনামুল শিকদারসহ আরো কয়েকজন পুরুষ লোক এসে আমাদের মারধর করে।

খাদিজা বেগম বেগমের বাসায় গিয়ে তাকে না পাওয়ায় ঘটনার বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জানা গেছে খাদিজা বেগম বরগুনা হাসপাতালে ভর্তি রয়েছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এএস/এসপি/মার্চ ২৯, ২০২৩)