স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন। তুলে নিলেন ফাইফারও (৫ উইকেট)। বল হাতে স্বপ্নের এক দিন সাকিব আল হাসানের।

নিজের প্রথম ৩ ওভারে ১৪ রান নিয়ে ৫টি উইকেট শিকার করেন সাকিব। ক্যারিয়ারসেরা বোলিংয়ের সুযোগ ছিল। কিন্তু শেষ ওভারে খরচ করে বসেন ৮ রান, উইকেট পাননি। সবমিলিয়ে ২২ রানে ৫টি উইকেট সাকিবের।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একবারই সাকিব ৫ উইকেট নিয়েছেন। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫টি উইকেট বিশ্বসেরা অলরাউন্ডার। এটিই তার ক্যারিয়ারসেরা রয়ে গেলো।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ বার ৪ উইকেট শিকারের রেকর্ড আছে সাকিবের।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৩)