নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণের সময় ইজারাদার উপস্থিত না থাকায় হাটের দায়িত্বে থাকা হেলু মন্ডলকে এ জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ জরিমানা করেন।

ইউএনও শাহাদাত হুসেইন জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন ও বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রেতাদের কাছ থেকে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পরে সে জন্য সতর্ক করা হয়। এ সময় পশুর হাটে অতিরিক্তি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পাই।

তিনি আরও জানান, পশুর হাটে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় হাটের দায়িত্বে থাকা হেলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাটে অতিরিক্ত টোল আদায় করা যাবে না বলেও হাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের হুঁশিয়ার করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

(বিএস/এসপি/মার্চ ২৯, ২০২৩)