সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ২০জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে বাগেরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শহরের এসিলাহা মিলনায়তনে  এসব নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মাননা দেয়া হয়। এসময়ে ২০জন বীরকে একটি করে উত্তরীয়, ক্রেষ্ট ও সম্মানী প্রদান করা হয়। 

বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী, বাগেরহাট ফাউন্ডেশনের সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুচি, শিক্ষাবিদ অধ্যক্ষ মোজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

(এএসএ/এএস/মার্চ ২৯, ২০২৩)