মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে আনুষ্ঠানিকভাবে ব্রি ধান ৬২ এর শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কাজি বাকাই ইউনিয়নের পূর্ব কাজীবাকাই গ্রামে মৃত মঈজ উদ্দিন বেপারীর ছেলে নুরু বেপারীর জমির ধান কেটে এর কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খসরু মিয়া, মাদারীপুর জেলার উপপরিচালক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান বুলবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান রায় প্রমুখ।

(এএসএ/জেএ/অক্টোবর ২৩, ২০১৪)