শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছে। আহত হয়েছে পিকআপ চালকের সহকারী ও পিকআপে থাকা এক গরু ব্যবসায়ী।

শুক্রবার ( ৩১ মার্চ) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক নরসিংদি শিবপুর পুঠিয়া বাজার ইটাখোলার মৃত ইসলামের ছেলে জসীমুদ্দিন (৪৫)। আহত চালকের সহকারী একই এলাকার মখলেছের ছেলে আইয়ুব (২৫) এবং পিকআপে থাকা গরু ব্যবসায়ী একই জেলার রায়পুর তুলতুলি গ্রামের সাদেকের ছেলে আব্দুল্লাহ (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকটি পাথর বোঝাই করে পঞ্চগড় থেকে ঢাকার দিকের চাচ্ছিল।অপর দিকে পিকআপটি নরসিংদী থেকে দিনাজপুরের আমবাড়ি গরুর হাটে গরু নেওয়ার জন্য যাচ্ছিল। ট্রাক দুটি উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পিকআপে থাকা তিন জন উদ্ধার করে।

এদিকে, ট্রাক ও পিকআপ সহকারী দুই জনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। এসময় ট্রাক চালকের খোঁজ না মিললেও ঘটনাস্থলে দেখা মিলে চালকের সহকারী সামছুল আলমের। তিনি বলেন, পিকআপ চালক ঘুমের ঘোরে সজোরে এসে ট্রাকের সামনে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। অপর দিকে আহত পিকআপের সহকারী আইয়ুব জানান, ট্রাকের সামনের চাকা পাংচার হলে পিকআপে এসে ধাক্কায় দেয়।পরে কোথা থেকে কিযে হয়ে গেল আমি আর কিছুই বলতে পারি না।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপের চালক ও অপর দুই জনকে উদ্ধার করি। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবীব বলেন, ফায়ারসার্ভিসের সদস্যরা তিন জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে একজনকে মৃত হিসাবে পাই এবং অপর আহত দুইজনকে দ্রুত চিকিৎসা সেবা দিয়ে আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ট্রাক ও পিকআপ আমাদের হেফাজতে আছে। মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএএস/এএস/মার্চ ৩১, ২০২৩)