রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায় জেলা বিএনপি ও অঙ্গদলের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল থেকে শনিবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

শনিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে জানিয়েছে পুলিশ সূত্র।

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী (৫৮), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানু রহমান (৫৫), পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন (৬০), সদর থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মোকছেদুর রহমান হারুন (৪৫), উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল(৩৬), মোঃ উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), কামরুল হাসান কাবুল (৩৮), মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫), আবুল মুনসুর (৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম (৩৫), মোঃ লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান (৬০),আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া (৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।

আটকের বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিনা কারণে বিএনপির নেতাকর্মীদের আটক করে নিয়ে মামলা দিচ্ছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে গত ২৪ ঘন্টায় বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরআর/এএস/এপ্রিল ০১, ২০২৩)