আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে অগ্নিকান্ডের ঘটনায় রবিবার সকাল ৯ টার দিকে ৩টি দোকান পুড়ে গেছে। দোকান ৩টি হলো ভাগ্যকুল বাজারের শিবনাথ স্টোর, আয়নাল স্টোর ও মিরাজ স্টোর। দোকান মালিকদের দাবি ৩টি দোকানের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ২টি মুদি দোকান ও ১টি তেলের (ডিজেল-অকটেন) দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাগ্যকুল বাজার কমিটির সভাপতি মো. প্যারিস সারেং জানান, আমি ঢাকায় কাজে এসেছিলাম। আগুন লাগার খবর শুনে এখনই এলাকায় যাচ্ছি।

শ্রীনগর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত জানতে তদন্ত চলছে।

(এএম/এসপি/এপ্রিল ০২, ২০২৩)