দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন আজ রবিবার সকাল সাড়ে দশটায় জেলা সমাজ সেবা কার্যালয় ফরিদপুরের উদ্যেগে “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর সম্মূখ হতে একটি র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জনাব এ এস এম আলী আহসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ফরিদপুর মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আটিজম বিষয়ে সর্বস্তরে সচেতন বৃদ্ধির উপর গুরুত্বরাপ করে বলেন যে বাংলাদেশ অটিজম নিয়ন্ত্রণে বিশ্বে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে জনসচেতনতাসহ এর চিকিৎসার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

(dedn/এসপি/এপ্রিল ০২, ২০২৩)