কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত আট জুয়াড়ীকে অর্থদন্ড প্রদান করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছাতিয়ান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের ইয়াদ আলী মন্ডলের ছেলে আজিজুল হক (৫৫), মৃত দবির উদ্দিন মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক (৬০), আনারুল ইসলামের ছেলে মাসুদ (৩০), বয়েন মন্ডলের ছেলে একরামুল হক মন্ডল (২৮), নয়ন মন্ডলের ছেলে টুটুল মন্ডল (৩৩), আব্দুল বারীর ছেলে সবুজ (২৫), তৈয়জদ্দিন মন্ডলের ছেলে শাহজাহান আলী মন্ডল (৫৫) ও মনোহার আলীর ছেলে লিংকন (২৮) কে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান বংগীয় প্রকাশ্য জুয়া আইনের ১৯৭৭ সালের ১৩ ধারায় তাদের প্রত্যেকে ৬শ’ টাকা করে সর্বমোট ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন এবং তাদেরকে কানধরে উঠবস করানো হয়।

এ সময়ে মিরপুর থানার এসআই আব্দুল হালিম, এএসআই রবিউল ইসলাম, এএসআই আতিকুজ্জামান চৌধুরী, এএসআই মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(কেকে/পি/অক্টোবর ২৩, ২০১৪)