কুষ্টিয়া প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার দেশসেরা কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষ্যে মালিক-শ্রমিকদের উপস্থিতিতে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান হয়েছে। কুষ্টিয়ার বিসিক শিল্পনগরীতে বিআরবি ইন্ডাষ্ট্রিজের কারখানা চত্ত্বরে আনন্দঘন এইসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান।

উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কুষ্টিয়ার জেলা প্রশাসক বেলাল হোসেন, পৌর মেয়র আনোয়ার আলী, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি পারভেজ রহমান, এমআরএস ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি শামসুর রহমান, ইসলামী ব্যাংক কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর রহমতউল্লাহ, ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মেজর জেনারেল অব. ইব্রাহীম, সিও রেড্ডীও পার্থে, প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী, অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী, জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আবুল কাশেম, সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু, নাসিব কুষ্টিয়া জেলা সহ-সভাপতি নিলুফা আকতার নাসরিন প্রমুখ। আলোচনা ও কেক কাটা শেষে কারখানার সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীসহ দেশ বিদেশ থেকে আসা অতিথিদের নিয়ে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ অধ্যক্ষ আ.ফ.ম নাজমুস সালেহীন। পরে পুরো কারখানা এলাকায় বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে।

(ওএস/পি/অক্টোবর ২৩, ২০১৪)