স্টাফ রিপোর্টার, ফরিদপুর : পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তার জন্য বিএসটিআই, ফরিদপুর কর্তৃক রমজান মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিএসটিআইয়ের কর্মকর্তা  জনাব প্রকৌঃ মো: শাহাদৎ হোসেন,  উপ পরিচালক (পদার্থ) ও অফিস প্রধান এর নেতৃত্বে একটি সার্ভিল্যান্স টিম বের হয়। 

ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার তিতুমীর বাজার, শরীয়তুল্লাহ বাজার প্রভৃতি বাজারের বিভিন্ন ফলের দোকানে, ইফতার সামগ্রী তৈরির দোকানে, বিভিন্ন মুদি ও মসলার দোকানে মুরগি-মাছ-মাংসের বাজারে ও সবজি বাজারে পণ্যের ওজন পরিমাপক যন্ত্র সঠিক আছে কিনা যাচাই করা হয়। সবগুলো দোকান ও বাজারেই ওজন পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে। তবে কয়েকটি দোকানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অতিসত্বর ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া ইফতার সামগ্রীতে রং ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়াও মাছ বাজার এবং ফলপট্টি থেকে কিছু মাছ ও ফলের নমুনার ফরমালিন পরীক্ষা করা হয়।

উক্ত অভিযানে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম), জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম), জনাব তাপস সরকার, পরীক্ষক (রসায়ন), বিএসটিআই, ফরিদপুর। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/এপ্রিল ০৪, ২০২৩)