শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জে শ্রীনগরে তিনদিনের  ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সটি বুধবার বিকাল ৪টা পর্যন্ত চলে। পরে সমাপনী পর্বে প্রশিক্ষণে অংশ নেয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,ও সদস্যদের মাঝে কোর্সটির সনদ বিতরণ করা হয়।

এর আগে সকালে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও পরিচালক (এনআই এলজি) মো:সবুর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.বাকি বিল্লাহ প্রমুখ। আরও উপস্থত ছিলেন ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলা প্রশাসন শ্রীনগর তিনদিনের এই প্রশিক্ষণ কোর্সটির বাস্তবায়ন করেন।

(এআই/এএস/এপ্রিল ০৫, ২০২৩)