স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির এর সভাপতিত্বে ‌আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি পুলিশ সুপার, অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, জেলা ক্রীড়া অফিসার অফিসার শাহীন সুলতান রাজা, ক্যারাটে কোচ জহিরুল ইসলাম আলী, ক্রীড়াবিদ রজনী আক্তার।

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদক মুক্ত করতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দেশকে অপসংস্কৃতি থেকে মুক্ত থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরকে ভালো রাখতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বক্তারা জাতীয় পর্যায়ে ‌বিভিন্ন ইভেন্টে ফরিদপুরের আরো বেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। একই সাথে সন্তানরা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হয় এ ব্যাপারে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে একটা বর্ণাঢ্য র‌্যালী ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম থেকে থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে ‌শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)