স্টাফ রিপোর্টার, ফরিদপুর : নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রত্যাশা মজুমদার এর সভাপতিত্বে আজ‌ বৃহস্পতিবার সকাল ১১ টায় পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,সদস্য মোঃ সিফাত রহমান প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ শিক্ষা সামগ্রীর দাম কমানো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বাজেটে জাতীয় আয়ের ৮% বরাদ্দের দাবি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি সম্মিলিত ব্যানার প্রদর্শন করেন।

(ডিসি/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)