পঞ্চগড় প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে পঞ্চগড় থানা পুলিশ মোজাম্মেল হক (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোজাম্মেল হক পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মৃত ফয়জুল হকের ছেলে। সে পেশায় নরসুন্দর (নাপিত)।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মোজাম্মেল স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের সিল স্বাক্ষর জাল করা একটা চিঠি পঞ্চগড় জেলা প্রশাসক ও পঞ্চগড় পুলিশ সুপার বরাবর প্রেরণ করে। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তা যাচাই বাচাই শুরু করে। পরে পুলিশ নিশ্চিত হয় যে নির্দেশনা পত্রটি জাল। পরে থানা পুলিশ বাদী হয়ে ৫ এপ্রিল মোজাম্মেল বিরুদ্ধে পঞ্চগড় থানায় মামলা করে এবং ওইদিন তাঁকে গ্রেফতার করা হয়।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা বলেন, ‘গ্রেফতার মোজাম্মেল কে শুক্রবার আদালতের সোর্পদ করে তিন রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।’

এ ব্যাপারে গ্রেফতার মোজাম্মেল হকের ছেলে রাকিব হাসান বলেন, ‘বাবা মামলায় ন্যায় বিচার এবং পুড়ে দেওয়া বাড়িঘর মেরামতের জন্য সহযোগিতা চেয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছিলেন। আবেদন করার ক্ষেত্রে ঢাকার বাদশা মিয়া এবং পঞ্চগড়ের আসাদুজ্জামান আসাদ নামের দুই ব্যক্তি সহযোগিতা করেছে। বাবা কোন শীল স্বাক্ষর জ্বাল করে নি।’

(আর/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)