রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সাতৈর-এ অবস্থিত ন্যাশনাল অটো ব্রিকসে কয়লা পুড়ানোর কথা থাকলেও মালিকপক্ষ সেখানে ডায়েস মিশ্রত কেমিক্যালযুক্ত কাঠ ও ঝুট দিয়ে ইট পুড়ানো হচ্ছে। ফলে একদিকে বায়ুদূষণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে ক্রেতা গুনগত মানের ইট থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন এলাকাবাসী।

এই বিষয়ে ন্যাশনাল অটো ব্রিকসের মালিক নাসিরুল ইসলামের দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ জয়নাল আবেদিন নামে এক ব্যাক্তির সাথে উত্তরাধিকার ৭১ নিউজের সাথে কথা হয়। নিজেকের মালিকের রাজনৈতিক কর্মী দাবী করে জয়নাল আবেদিন জানান, 'ভাটাটি আমার লিডার খন্দকার নাসিরুল ইসলামের। লিডার সরকারকে ম্যানেজ করেই ইট ভাটা চালায়। কয়লা দিয়ে ইট পোড়াবেন নাকি ঝুট-কাঠ দিয়ে পোড়াবেন সেটা লিডারের বিষয়!'

উক্ত বিষয়ে কথা বলতে ন্যাশনাল অটো ব্রিকস এর মালিক খন্দকার নাসিরুল ইসলাম ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর সাঈদ আনোয়ারকে একাধিক বার ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২৩)