বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে ৩ টি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।  

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অনেকগুলো দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন) এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এসময় সকল দোকানদারদের সতর্ক করা হয়েছে।

(এএসএ/এসপি/এপ্রিল ০৯, ২০২৩)