পঞ্চগড় প্রতিনিধি : যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান সহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে পঞ্চগড় সাংবাদিক সমাজের ব্যানারে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেরে বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যমুনা টেলিভিশনের রিপোর্টার রনি মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি হোসেন রায়হান, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, এখন টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, বোদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবে সাধারণ সম্পাদক এস কে দোয়েল।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান মাজহারুল মান্নানসহ দেশের যে সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ আইনে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করার হুশিয়ারি দেন বক্তারা।

(আর/এসপি/এপ্রিল ১০, ২০২৩)