দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলার প্রাথমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার বিকেলে ‌শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএ এ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক , ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা ভূমিকা, ম্যানেজিং কমিটির ভূমিকা, অভিভাবকদের ভূমিকা, বিদ্যমান আইন বিধি-বিধানের প্রযোজ্যতা ‌ও তার সংস্কার, বর্তমান পাঠ্য সূচি সংস্কারের প্রয়োজনীয়তা জন প্রতিনিধিদের ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা প্রাইভেট কোচিং সেন্টারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে ফরিদপুর সদর উপজেলার সহ নয়টি উপজেলার শিক্ষকমন্ডলী এসএম সি প্রতিনিধি ‌, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/এপ্রিল ১৩, ২০২৩)