স্পোর্টস ডেস্ক, ঢাকা : বহুদিন পর প্রাণ ফিরে পেয়েছে যশোরের শামসুল হুদা স্টেডিয়াম! গ্যালারি কানাই কানাই পূর্ণ। স্থান সংকুলান না হওয়ায় টাচলাইনের কাছে বসে-দাঁড়িয়ে খেলা দেখছেন বহু দর্শক। মিঠুনকে তো একবার কর্নার কিক নিতে হলো দর্শকের জুতা সরিয়ে! দর্শকের আনন্দ অবশ্য শতভাগ পূর্ণ হলো না প্রথমার্ধে। এগিয়ে থেকেও প্রথমার্ধে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের স্কোরলাইন ১-১।

১৫ মিনিটে মুন্নার দারুণ ক্রসে অসাধারণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি। ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান রোশান। প্রথমার্ধে দুদলই উপহার দিয়েছে অগোছালো ফুটবল। ভুল পাস, ফিনিশিংয়ের অভাব ছিল বাংলাদেশের খেলায়। জাহিদ-এমিলিরা দ্বিতীয়ার্ধেও একই রকম খেলা খেলেছে। ১-১ গোলে খেলাটি ড্র হয়েছে।

(ওএস/পি/অক্টোবর ২৪, ২০১৪)