বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে জুয়ারীদের তান্ডবে বৈশাখী মেলা পন্ড হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, মেলা পন্ড হয়নি, মূলত জুয়ারীরা মেলায় জুয়ার আসর বসাতে গেলে, গ্রাম্য চৌকিদারের সাথে সামান্য বাকবিতন্ডার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রসুল্লাবাদ গ্রামের যমুনা নদীর পাড়ে সুদীর্ঘকাল ধরে নববর্ষের প্রথম দিনে (পঞ্জিকা মতে) ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসে। সেই মোতাবেক আজ শনিবার (১৫ এপ্রিল) সেখানে বৈশাখী মেলার হাট বসে। মেলায় দূর দূরান্তের দোকানীরা ভোর থেকেই বিভিন্ন পশরা সাজিয়ে বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে মেলা জমজমাট হয়ে উঠলে, মেলাস্থলে আসা বিবদমান দুইগ্রুপের জুয়ারীদের মধ্যে জুয়ার আসর বসানো নিয়ে সংঘর্ষ বাঁধে। এসময় আচমকা জুয়ারীদের তান্ডবে জমজমাট মেলাটি পন্ড হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান,'জুয়ারীরা মেলায় জুয়ার আসর বসাতে গেলে, মেলায় দায়িত্বরত গ্রাম্য চৌকিদার তাদের বাঁধা দেয়। এতে জুয়ারীদের সাথে চৌকিদারদের বাকবিতন্ডা হয়।'

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই যেকোন অপ্রীতিকর ঘটনা এগাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(জিডি/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)