সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া : জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেশবাসী তথা কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকার সকল স্তরের জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোন- ৩ আসনের সৎ কর্মঠ ও মাবিক এমপি অসীম কুমার উকিল ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ও পানকৌড়ি নিউজ পোর্টালের সম্পাদক অধ্যাপক অপু উকিল।

শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ। ধনী গরীবের সকল ভেদাবেদ ও বৈষম্যকে ভুলে সকলকে এক কাতরে এসে দাঁড়াতে হবে। একটি সুন্দর আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে শেখ হাসিনার নেতত্বে এগিয়ে আসতে হবে।

অসীম কুমার উকিল বলেন, যতদিন শেখ হাসিনার হাতে তেশ ততদিন নিরাপদ বাংলাদেশ।

(এসবি/এসপি/এপ্রিল ২১, ২০২৩)