দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে খেলা ঘরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। 

খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ আলি, বক্তব্য রাখেন খেলাঘর আঞ্চলিক কমিটির সভাপতি মিসেস আনোয়ার নুরুন্নবী সাবেক ছাত্রনেতা অশোক সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন খেলাঘরের সহ-সভাপতি আলেয়া হক, রুবিয়া মিল্লাত, সহ-সম্পাদক শহিদুল ইসলাম সোহান সহ-সম্পাদক হাসিবুজ্জামান হাসিব, অর্থ সম্পাদক গীতা সাহা, সাংগঠনিক সম্পাদক আল আহসান কল্লোল, নির্বাহী কমিটির সদস্য বিলকিস বানু, জুবায়ের স্বপন , অ্যাডভোকেট প্রীতিকনারাহা, শ্যামল বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে শিশুদের নিয়ে কেক কাটেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় খেলা ঘরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ০২, ২০২৩)