পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় থানা পুলিশ  আন্তঃজেলা চোর দলের অন্যতম সদস্য মো.ময়নুল ইসলাম (৩০)কে ৪ মে গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

গ্রেফতার ময়নুল ইসলাম নীলফামারী জেলার সদর থানাধীন কিসমত দলুয়া গ্রামের মো.মোশারফ হোসেনের ছেলে।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম) তার অফিসে ৫ মে বিকালে এক প্রেস ব্রিফিং-এ বলেন, ৪ এপ্রিল শুক্রবার বেলা আড়াইটার সময়,পঞ্চগড় সদর থানার ৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের গলেহাবাজারস্থ মেসার্স হামিম এন্টারপ্রাইজ, ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এর দোকানের তালা কেটে গ্রেফতার ময়নুল ইসলাম (৩০) ওই দোকনে প্রবেশ করে। পরে সে দোকানে ক্যাশে থাকা তিনলক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।এবিষয়ে এজেন্ট ব্যাংকিং এর সত্ত্বাধিকারী মো. হাবিবুর রহমান পঞ্চগড সদর থানায় মামলা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। দোকানের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ময়নুল ইসলামকে ওই রাতেই ময়নুলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।এই দূর্ধর্ষ চুরির সাথে সরাসরি জড়িত ময়নুলের অন্য সহযোগি মিজানুর রহমান ওরফে কালা মাগুর (২৫)কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কালা মাগুর নীলফামারী জেলার সদর থানার পুলেরহাট গ্রামের জনাব আলীর ছেলে। গ্রেফতারকালে পুলিশ ধৃত আসামীর পকেট থেকে পঁচানব্বই হাজার টাকা,তার ব্যবহৃত মোটরসাইকেল, এক জোড়া চামড়ার সেন্ডেল,বোল্টকাটার হস্তচালিত মেশিন জব্দ করেছে।

পুলিশ সুপার আরও বলেন, এঁরা রাতে চুরি করে না,দিনের বেলায় ঘরের গ্রিলকেটে,তালাকেটে চুরি করে আসছে বলে ধৃত চোর জানিয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ মে আদালতে অনুমতি চেয়ে পুলিশ আবেদন করবে।

ব্রিফিংকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এডিশনাল এসপি এডমিন এন্ড ফিনান্স এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ মিয়া, জেলা ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও-১) মুক্তারুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (নিং) মো. শামসুজ্জোহা সরকার।

(আর/এসপি/মে ০৬, ২০২৩)