দিলীপ চন্দ, ফরিদপুর : গত ৪ মে তারিখে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলার প্রতিবাদে আজ রবিবার বেলা দুইটায় ফরিদপুরের মধুখালী উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, উপজেলার ইউনিয়ন পরিষদ সচিব এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা উপজেলা নির্বাহি অফিসার আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের উপর বিক্ষুব্ধ জনতা হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে।

(ডিসি/এসপি/মে ০৭, ২০২৩)