কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সায়েম ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামে এক যৌন উত্তেজক নকল ওষুধ তৈরির কারখানা আবিষ্কার করেছে র‌্যাব।

এ সময় র‌্যাব বিপুল পরিমাণ যৌন উত্তেজক নকল ওষুধ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। শনিবার রাতে শহরের থানাপাড়াস্থ দ্বিতীয় ওল্ড স্কুল বাইলেনে এ অভিযান চালানো হয়। কারখানার মালিক মিজানুর রহমান মিয়াকে (২৬) আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল শহরের দ্বিতীয় ওল্ড স্কুল বাইলেনস্থ এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার পরেশরায় বাড়ির নিচতলা থেকে সায়েম ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামে যৌন উত্তেজক নকল ওষুধ কারখানা অবিষ্কার করে।

এ সময় কারখানা থেকে হর্স পাওয়ার ১৭০ মিঃলিঃ ৪৩৫ বোতল, হেনা ফ্রুট সিরাপ ১০০ মিঃলিঃ ৫০ বোতল, জিনসিন ১০০ মিঃলিঃ ৪৮০ বোতল, এগস্টিক নুডুলস ৫০ প্যাকেট, পটেটো চিপস ৪,০০০ প্যাকেট, চকলেট ২ বয়াম, বিভিন্ন ধরনের স্টেশনারী ১ বস্তা, ৪টি বড় প্লাস্টিকের ড্রাম ভর্তি যৌন উত্তেজক তরল কেমিক্যাল ৮০০ লিটার, ১টি ছোট প্লাস্টিকের ড্রামভর্তি যৌন উত্তেজক তরল কেমিক্যাল ২০০ লিটার ও সায়েম ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের ডেলিভারী চালানের কপি ৩ খণ্ডসহ মালিক মিজানুর রহমানকে আটক করা হয়।

(কেকে/এনডি/অক্টোবর ২৬, ২০১৪)