কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে এক ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সড়কে এ কর্মসূচী পালিত হয়।

অভিযুক্ত আসামী আমজাদ শেখের ফাঁসি দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা ইউপি সদস্য সাবিনা বেগম, মোঃ মামুন মিয়া, এনামুল শেখ, বাশার শেখ, আলিয়ার শেখ প্রমুখ।

বক্তারা বলেন, গোবিন্দপুর গ্রামের মোঃ সাম শেখের পুত্র আনসার সদস্য আমজাদ শেখ (২৩) একজন প্রতারক ও লম্পট প্রকৃতির লোক। সে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিবেশী এক স্কুল শিক্ষার্থীর সঙ্গে প্রথমে প্রেম ও পরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিনের এ সম্পর্ক এক পর্যায়ে জানাজানি হলে মেয়ে ও তার অভিভাবকরা বিয়ের জন্য আমজাদের উপর চাপ সৃষ্টি করেন। কিন্তু চতুর আমজাদ ও তার পরিবার সব কিছু অস্বীকার করে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ভুক্তভোগী তরুণীর বাবা এনামুল শেখ আইনের শরণাপন্ন হন। গত ২৫ জানুয়ারী থানায় মামলা হলে পুলিশ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে। কিন্তু ১৫/১৬ দিন কারাবাসের পর ধর্ষক আমজাদ জামিনে মুক্ত হয়ে বাদী পক্ষের উপর নানা ভাবে জুলুম-অত্যাচার শুরু করেন।

বক্তারা বলেন, বর্তমানে মামলাটি তুলে নিতে বাদী এনামুল শেখের উপর নানামুখী চাপ সৃষ্টি করছে প্রভাবশালী আসামিপক্ষ। নানা রকম হুমকি-ধমকী ও ভয়-ভীতি দেখানো হচ্ছে। বলা হচ্ছে, মামলা প্রত্যাহার না করলে বাদী এনামুল শেখকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। অথবা পাল্টা কোন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে। আসামী পক্ষের এমন অত্যাচার, হুমকি-ধমকীতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় দরিদ্র কৃষক বাদী এনামুল শেখ।

(কেএফ/এসপি/মে ০৮, ২০২৩)