সালথা (ফরিদপুর) প্রতিনিধি : দক্ষিণবঙ্গের বর্ষিয়ান আলেম, ফরিদপুর জেলার সালথা উপজেলার আল-জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জহুরুল হক সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বার্ধক্যজনিত কারণে পুরুরা মাদ্রাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৫ বছর। এর আগে তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের কাছ থেকে হাজারো ছাত্র আলেম হয়েছেন।

এছাড়াও তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন দেশ হিসেবে ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর আল-জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ জেলার হাজার হাজার আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীরভাবে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সকলেই মহান আল্লাহুর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছেন।

(এএনএইচ/এএস/মে ১০, ২০২৩)