রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়ার নলদী ফাঁড়ি পুলিশ।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মে) দিবাগত রাত একটার দিকে লোহাগড়া থানার নলদী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের খেলার মাঠের উত্তর পাশে ইটের রাস্তার ওপরে মাদকদ্রব্য ইয়াবা কেনা-বেচার সময় মোঃ আশিকুজ্জামান(২৫) ও মোঃ স্বাধীন হোসেন (২১) কে আটক করে। এসময় আশিকের দেহ তল্লাশি করে ৫১ পিস ও তার সহযোগী মাদক কারবারি স্বাধীন এর কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করে।

আটক মাদক কারবারি আশিক লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের আবু তালেবের ছেলে এবং স্বাধীন একই ইউনিয়নের শারুলিয়া গ্রামের আকবর ফকিরের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার মামলা নং ১৬, তাং ১৫/০৫/২৩ ইং।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(আরএম/এএস/মে ১৫, ২০২৩)