নওগাঁ  প্রতিনিধি : শনিবার দিনগত রাতে নওগাঁর ধামইরহাটে বনবিভাগের লাগানো সরকারি গাছ চুরি করে কাটার ওয়ারেন্টভুক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পশ্চিম চাঁনপুর মৌজায় বনবিভাগের লাগানো গাছ কাটার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারিকৃত আসামীদেরকে উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিকের সহায়তায় থানা পুলিশ ১০জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, পশ্চিম চাঁনপুর গ্রামের মোজাফফর হোসেন, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ আলী, সাদেক হোসেন, হাসেন আলী, হোসেন আলী, মাকফুল হোসেন, আব্দুল হাকিম, আনিছুর রহমান ও তোফাজ্জল হোসেন।

রবিবার আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, উপজেলার পশ্চিম চাঁনপুর মৌজায় চর বনায়ন প্রকল্পের মাধ্যমে ৩৩ হেক্টর জমিতে ২০১১-১২ অর্থ বছরে আকাশমনি, দারুল, কড়ই, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

গত জুলাই মাসে আটককৃত আসামীরা ওই বাগানে বিভিন্ন সময় প্রায় ৬হাজার ৭শ’ ৬৫টি গাছ কেটে নেয়। থানায় এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ২৬, ২০১৪)