মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার সেনদিয়া গ্রাম থেকে সুকদেব মজুমদার (২০) নামের এক ধর্ষককে গ্রেফতার করে রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সে একই উপজেলার বাথানবাড়ী গ্রামের রমেশ মজুমদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে সুকদেব রাজৈর উপজেলার ফুলবাড়ী গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রেমের সর্ম্পকের জের ধরে ধর্ষণ করে। পরে ঐ ধর্ষণের ঘটনা বন্ধুদের মাধ্যমে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনে রাজৈর থানায় দুটি মামলা করে। পুলিশ শুক্রবার রাতে তাকে সেনদিয়া থেকে গ্রেফতারের পর রবিবার সকালে জেলে পাঠায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরশেদ আলী জানান, ধর্ষক সুকদেব দীর্ঘদিন পালিয়ে ছিল। শুক্রবার রাতে সেনদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

(এএসএ/এএস/অক্টোবর ২৬, ২০১৪)