মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে জামায়াত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫২) বৃহস্পতিবার (১৮ মে) রাতে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ মে) সকালে গ্রেফতার নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যক্ষ। তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরান বাজার এলাকায় থাকেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, সম্প্রতি মাদারীপুর শহরের ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংর্ঘষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এছাড়াও ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা হয়। সেই মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
(এএসএ/এসপি/মে ১৯, ২০২৩)