লাউয়াছড়ায় ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, কালনী-জয়ন্তিকার সিডিউল বাতিল

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের বনে ঝড়ে টেন লাইনের উপর হেলে পড়া গাছের সাথে ধাক্কা লেগে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে ঝড় আর বৃষ্টির সময়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো জানা যায়নি।
এ ঘটনার পর থেকে সিলেটের সাথে ঢাকা-চট্রগ্রামসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে ছোট আকারের একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। আখাউড়া থেকেও আসছে আরেকটি রিলিফ ট্রেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্রগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বড় একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিতে আসছে বলেও জানা গেছে। দুপুর ১২টার দিকে স্থানীয় সূত্র জানিয়েছে লাউয়াছড়ায় ট্রেনের লাইনের উপর হেলে পড়া গাছটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন রেলওয়ে শ্রমিকরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে কখন তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মকর্তারা।
ভানুগাছ রেল স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমদ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জানান, ট্রেন লাইনচ্যুতের পর রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ দুটি ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। এই মুহুর্তে ঘটনাস্থলে রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রমিকরা ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল রেলও স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
(একে/এএস/মে ২০, ২০২৩)