নাটোর প্রতিনিধি : লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সম্মিলীত ইসলামী দলের ডাকা রবিবারের হরতালের বিরুদ্ধে নাটোরে আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকরা রাজপথে অবস্থান নেয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নেতৃত্বে আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সকাল থেকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। দুপর ২ টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে রাজপথ দখলে রাখে তারা ।

এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা,সদর উপজেলা চেয়ারম্যান যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম রমজান, শ্রমীকলীগ নেতা সৈয়দ মোর্তুজা আলী বাবলু, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাধারণ সম্পাদক সফিউল আযম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/অক্টোবর ২৬, ২০১৪)