বদরুল হায়দার’র কবিতা

বৃষ্টির শাসনে
রাতভর বৃষ্টির শাসনে আসন পেতেছে মনে
বৈপারিত্যের পাষাণ সমাদর।
ঝড়ো হাওয়ায় ওড়ে বেদনার হারিকেন
হৃদপিন্ডে সাইক্লোন কখনো টর্নেডো। আমি
নদী ভাঙনের অনাদরে টেনে নিই ভালোবাসার আদর।
প্রকৃতির মায়া কান্নায় আহত হয় স্বপ্নস্বাদ।
বিত্তবানের আবাদে তুমি হাইব্রিড ক্ষুধার্তের
যাদুবাদে হয়ে ওঠো জরুরী আশেক।
মেয়াদী প্রসেসে তুমি ভিজিট সাপোর্টে
ক্রয় করো সিটিং সার্ভিস। সর্ষেবাটা জোয়ার ভাটার টানে
আমি বিরহীর রসিকতায় খুঁজি আশিবিষ।
দৈন্যদশার প্রবল রসাতলে প্রতিদিন সূর্যডুবে।
বৃষ্টির শরীরে তুমি বেহাল দশায় হোয়াটস অ্যাপের
মেসেজে হও জেলিপিস।
আমি টুইটারে বাণিজ্যিক কারবারে শতসিদ্ধ করি
মনের আবেগ।