নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামের রেজুর মোড়ের ভয়াবহ দুর্ঘটনার পর চালকদের গাড়ি চালনায় দক্ষতাসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার দিনব্যাপী কর্মশালার অয়োজন করা হয়। নাটোর জেলা পুলিশ এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ৫০ জন সদস্য অংশ নেয়। প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার বাসুদেব বণিক। ট্রাফিক আইন,সিগন্যাল ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং দুর্ঘটনার পর করণীয় সম্পর্কে চালকদের প্রশিক্ষন প্রদান করেন ট্রাফিক ইন্সপেক্টর খলিলুর রহমান ও এএনএম মাসুদ।


বড়াইগ্রাম ট্রাজেডির পর স্থানীয় পুলিশ প্রশাসন দুর্ঘটনা রোধে যানবাহন চালকদের জন্য এই প্রথম এধরনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।


জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মুজিব রুবন জানান,প্রথম দফায় জেলার ৫০ জন বাস ও ট্রাক চালককে প্রশিক্ষন দেওয়া হয়। জেলায় মোট শ্রমিক রয়েছে ৬ হাজার।
অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন জানান, চালকদের সচেতন করতে পর্যায়ক্রমে এই প্রশিক্ষন প্রদান করা হবে।

(এমআর/এএস/অক্টোবর ২৬, ২০১৪)