আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী সান সালভাদরে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং দুজন নারী। নিহতদের বয়স ১৮ বছরের বেশি। রাজধানী সান সালভাদরে অবস্থিত মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দুই দলের মধ্যকার ফুটবল ম্যাচের সময় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় অ্যালিয়ানজা এবং সান্তা আনাভিত্তিক টিম ফাসের মধ্যে একটি ম্যাচ উপভোগ করছিলেন দর্শকরা। কিন্তু আনন্দের মুহূর্ত হঠাৎ করেই বিষাদে পরিণত হয়েছে। ওই দুর্ঘটনার কারণে পরবর্তী ম্যাচ স্থগিত করা হয়েছে।

গেট বন্ধ হয়ে যাওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়ার প্রকাশিত বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ভক্তরা স্টেডিয়ামের প্রবেশদ্বারের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেছেন, কী ঘটেছে সে বিষয়টি তদন্ত করবে পুলিশ। একজন অপরাধীও শাস্তি থেকে নিস্তার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গুরুতর আহত দুজনকে সান রাফায়েল হসপিটালে ভর্তি করা হয়েছে।

এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি এক টুইট বার্তায় জানান, স্টেডিয়ামের কাছাকাছি হাসপাতালগুলো থেকে অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে সরকার। ইতোমধ্যেই আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এএস/মে ২১, ২০২৩)