নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ডিজিটাল ভূমি সপ্তাহ ২০২৩ উদ্বোধন উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।২২শে মে সোমবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা ভূমি অফিসে আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।এ সময় একটি রেলি বের হয়ে ভূমি অফিসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নগরকান্দা উপজেলা শাখার সভাপতি দিপু মোল্লা, সিনিয়র সহসভাপতি মোঃমশিউর রহমান মিন্টু সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আবিদ হুসাইন ও অন্যান্য সদস্যবৃন্দ।

ভূমিসেবা উদযাপনে বাংলাদেশ সরকারের ভূমি সেবা ই নামজারী, অনলাইন ভূমি উন্নয়ন কর, প্রদান সহ বিভিন্ন ভূমি সেবা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

(পিবি/এএস/মে ২৩, ২০২৩)