লোহাগড়ায় ইতনা গণহত্যা দিবস পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ইতনা গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং এলাকাবাসীর উদ্যোগে ইতনা চৌরাস্তায় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গণহত্যার ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকার, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, ইতনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও স্বরস্বতী একাডেমির প্রধান শিক্ষক একরাম হোসেন প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ মে ভোরে পাকসেনারা ইতনা গ্রামে ঢুকে ৩৯ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
(আরএম/এএস/মে ২৪, ২০২৩)