মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : লক্ষীপুরস্থ সাইফিয়া দরবার শরীফের পর্দানশীন পীর সাহেব কেবলা শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (আল-ক্বাদরী- আল-চিশতী)'র পবিত্র রওজা জেয়ারতের উদ্দেশ্যে  আজমির শরীফ হতে একান্ত খাদেমগনের দুই সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আগমন করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন খাজা গরীবে নেওয়াজ হযরত মাঈনুদ্দীন চিশতী (রহ.)'র দরবারের একান্ত খাদেম সৈয়দ ইফতেখার চিশতী ও সৈয়দ ফারহান চিশতী।

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল, কাদরিয়া ও চিশতিয়া তরিকার ধারক শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরীর দ্বিতীয় বেছালে হক ( ওরশ) শরীফ উদযাপন পুর্ব বিশেষ কর্মসুচী প্রণয়নের লক্ষ্যে খাদেমগনের এ সফর অত্যন্ত গুরত্বপূর্ণ।

খাজা গরীবে নেওয়াজের একান্ত খাদেম সৈয়দ ইফতেখার চিশতী সাইফিয়া দরবার শরীফের পীর সাহেব, আলা এ দরবার শাহ মুহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকীর কাছে বিশেষ উপহার" গিলাফ" হস্তান্তর করেন।
শনিবার বাদ যোহর ভক্ত আশেকানদের উপস্থিতিতে রওজা শরীফ জেয়ারত ও মিলাদ মাহফিল শেষে শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরীর পবিত্র রওজায় এ গিলাফ পড়িয়ে দেয়া হয়।

মোনাজাত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওলাদে অলি শাহ মুহাম্মদ রেজায়ে রাব্বী সিদ্দিকী ও শাহ মুহাম্মদ হামদে রাব্বী সিদ্দিকী।

আশেকে তরিকত ও উম্মতে মোহাম্মদীর জন্য বিশেষ দোয়া কামনার মাধ্যমে সমাপ্তি হয় পবিত্র গিলাফ বরণ অনুষ্ঠান।

(আইইউএস/এএস/মে ২৮, ২০২৩)