আগৈলঝাড়ায় নিরাপদ মাতৃত্ব দিবসে র্যালী ও আলোচনা সভা
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রবিবার সকালে হাসপাতাল চত্তর থেকে র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ারর আল মামুনের সভাপতিত্বে তার অফিস কক্ষে আলোচনা সভায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাভাবিক প্রসবের উপর বক্তব্য রাখেন ডা. অর্নব সাহা, ডা. গোলাম মোর্শেদ সজিব, ডা. তরিকুল ইসলাম, ডা. অংকুর কর্মকার, ডা. সাবিনা আফরোজ ও স্যানিটারী ইন্সপেক্টর সুখলাল সিকদার।
(টিবি/এসপি/মে ২৮, ২০২৩)