ফরিদপুরে হাজারো নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সভায় বেলায়েত চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর পৌর আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য ফকির মো: বেলায়েত হোসেন ওরফে বেলায়েত চেয়ারম্যান।
রবিবার বিকালে শহরের ব্রহ্মসমাজ সড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বিপুল ঘোষ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে আজাদ।
এই প্রতিবাদ সভায় অংশগ্রহণের লক্ষ্যে বিকাল ৩টায় কানাইপুর বাজার সংলগ্ন ফকির মো: বেলায়েত হোসেনের বাসভবন চত্ত্বরে প্রতিটি ওয়ার্ড তথা পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৩ টার দিকে অর্ধ শতাধিক পিকআপ, শতাধিক মাহিন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেল বহরে ফরিদপুর শহরে পৌছান তারা। এরপর ফকির মো: বেলায়েত হোসেনের নেতৃত্বে শহরের মুজিব সড়ক থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশগ্রহণ করেন। যা রীতিমতো সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণতা পায়।
এই প্রতিবাদ সভায় পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী জাহিদ, অর্থ সম্পাদক ড. যশোদা জীবন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।
(ডিসি/এএস/মে ২৮, ২০২৩)