রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দ করা হয়েছে ৯০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি। সোমবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রি অফিসের পাশে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রাইসুল ইসলাম (৫০)। তিনি কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের মোঃ খোকনের ছেলে।

কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজাহার হোসেন জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ করে ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মৎস্য বিভাগ ও পুলিশকে নিয়ে তিনি সোমবার সকাল ১১টার দিকে সাব রেজিষ্ট্রি অফিসের পার্শ্ববর্তী রাইসুল ইসলামের মাছের সেটে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৯০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬০ কেজি চিংড়ি মাছ স্থানীয় এতিমখানায় ও ৩০ কেজি চিংড়ি গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। রাইসুল ইসলামকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/মে ২৯, ২০২৩)