স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটাকে জরিমানা সহ ইটভাটার কিলন সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। 

আজ সোমবার সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল মো: সাজ্জাত হোসেন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম ২টি ইটভাটা হতে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং এক্সাভেটরের সাহায্যে ইটভাটার কিলন সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ইটভাটাগুলো হলো: মেসার্স জান্নাত ব্রিকস, বক্তাবলী, ফতুল্লা, নারায়ণগঞ্জ কে ২৫,০০০/- (পঁচিশ হাজার), মেসার্স নিউ ব্রিকস ম্যানু:-২, চররাজাপুর, বক্তাবলী, ফতুল্লা, নারায়ণগঞ্জ কে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা।

জানা যায়, ইটভাটা গুলো পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোবারক হোসেন।

(এস/এসপি/মে ২৯, ২০২৩)