বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচ ধারন ও আলোচনা সভার পর দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বিএনপি কার্যালয় চত্বরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, ফরাজি মনিরুল ইসলাম, এসকেন্দার হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এবার শহীদ জিয়ার মৃত্যুবাষিকীতে দলীয় নেতাকর্মীদের শপথ নিয়ে হবে, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারকে হটায়ে একদফার আন্দোলন বাস্তবায়ন করে দেশে শহীদ জিয়ার প্রবতিৃত বগুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
(এসএসএ/এএস/মে ৩০, ২০২৩)