সাভারে সহপাঠীর ছুরির আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী

কাজী দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার : সাভারের রাজফুলবাড়ি পানপাড়া এলাকার মোঃ সেলিম রায়হানের ছেলে গ্লোরিয়াস স্কুলের এসএসসি পরীক্ষার্থী সাইদুর রহমান স্নিগ্ধ (১৯) কে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেছে তারই সহপাঠী নাদিম মাহমুদ (২০)।
বুধবার (৩১ মে) দুপুরে সাভার ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত স্নিগ্ধ বলেন, আমি সাভার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রাকটিক্যাল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সাভার ব্যাংক কলোনী এলাকায় রিকশা থেকে নামিয়ে আমাকে সুইস গিয়ার দিয়ে এলোপাথারি আঘাত করে।
আহত স্নিগদের সহপাঠীরা জানান, নাদিম এর কাছে সব সময়ই সুইচ গিয়ার থাকে। এ বিষয়ে স্নিগ্ধ সহ আমরা সকল শিক্ষার্থীরা শিক্ষকের নিকট জানালে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়। এরপর স্নিগ্ধ কে একা পেয়ে এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে রিকশা থেকে নামিয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে দেখায় এলাকার স্থানীয় সহ আমরা এসে তাকে উদ্ধার করি এবং পরবর্তীতে অর্ধমৃত অবস্থায় তাকে ফেলে রেখে যায় অন্য শিক্ষার্থীরা এসে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ বিষয়ে আহত স্নিগ্ধের পরিবার থেকে সাভার থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায় ।
(কেডি/এএস/মে ৩১, ২০২৩)