মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে মেলান্দহ উপজেলায় 'মেলান্দহ উপজেলা প্রেসক্লাব' এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের বিপরীতে অবস্থিত এ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদের সঞ্চালনায় বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌর আ.লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শ্রী নন্দন সরকার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুন ০৪, ২০২৩)