কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পথসভা থেকে ফেরার পথে ইউনুচ শেখ নামে এক শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন আহতের স্ত্রী রিপা বেগম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের সুকদেবনগর গ্রামের ইউনুচ শেখের সাথে একই ইউনিয়নের বাইখীর গ্রামের মো. রুহুল মোল্যা, আ. গফুর শেখ, সাইফুল খান, সুমন শেখ, জিহাদ খান গংদের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতা চলছিল।

গত ২ জুন রাত সাড়ে ৯টার দিকে ইউনুচ শেখের রামচন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত সাবেক সাংসদ আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে খলিলের বাড়ির সামনে পৌঁছলে ইউনুচ শেখকে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লিখিতরাসহ ২১ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা ইউনুচ শেখের পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে মারাত্মক আহত ইউনুচ শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইউনুচ শেখ রবিবার (৪ জুন) দুপুরে মোবাইলে এই প্রতিনিধিকে বলেন, 'আমি লিটু শরীফের দল করি। আর যারা আমাকে মেরেছে তারা রফিক চেয়ারম্যানের দল করে। এনিয়ে অনেক আগে থেকেই আমার সাথে রুহুল, গফুর গংদের সাথে বিরোধ চলছিল। ওইদিন আব্দুর রহমানের পথসভা শেষে বাড়ি ফেরার পথে ওরা আমাকে পিটিয়ে, কুপিয়ে মারাত্মক জখম করেছে।'

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে বোয়ালমারী থানার ডিউটি অফিসার রবিবার দুপুরে ফোনে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা হয়নি।'

(কেএইচএফ/এএস/জুন ০৪, ২০২৩)